।। নিউজ ডেস্ক ।।
সান্তাহারে সানটিংয়ের (ইঞ্জিন ঘোরানো) সময় মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনার ১২ ঘণ্টা পর ট্রেনের সেই ইঞ্জিনটি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সান্তাহার জংশন স্টেশন এলাকার ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সানটিং করার সময় লাইনচ্যুত হয়। লাইনচ্যুত সেই ইঞ্জিনটি প্রায় ১২ ঘণ্টা পর রাত ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, রবিবার সকালে মালবাহী ট্রেনের একটি ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে সানটিং করার সময় লাইনচ্যুত হয়ে যায়। পরে পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে রাত ১০টার পর ইঞ্জিনটি লাইনে তুলে দেয়। ইয়ার্ডের ভিতরের লাইন হওয়ার কারণে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান এই কর্মকর্তা।
সূত্রঃ দেশ রুপান্তর
Related posts:
ট্রেনে চড়ে ঢাকায় ঢুকছে গরু-ছাগল
মোংলা বন্দরে পৌঁছাল বঙ্গবন্ধু রেলসেতুর ১২তম চালান
পদ্মা সেতুতে যথাসময়ে রেল চলাচলে অনিশ্চয়তা যেসব কারণে
দেশে প্রথম স্থাপন করা হচ্ছে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্লান্ট
সমীক্ষার বৃত্তেই বৃত্তাকার রেলপথ!
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ফাটল বৃদ্ধের মাথা
আওয়ামীলীগ ছাড়া রেলের উন্নয়নে কেউ উদ্যোগ নেয়নি: রেলমন্ত্রী
সিরাজগঞ্জ পৌঁছেছে ভারত থেকে আমদানি করা রেল