।। নিউজ ডেস্ক ।।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তায় ছেড়েছে ট্রেন। একই সঙ্গে ঢিল থেকে বাঁচতে ট্রেনচালকদের (লোকোমাস্টার) হেলমেট পরে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন নির্ধারিত সময়ে চলছে। রেলস্টেশনে যাত্রীদের ভিড় আছে। কমলাপুরের স্টেশনমাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত আন্তনগর ও কমিউটার মিলে ১১টি ট্রেন টাকা থেকে ছেড়ে গেছে, ৭টি ট্রেন ঢাকা এসেছে। সব ট্রেন শিডিউল অনুযায়ী চলছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, রেলের যাত্রীরা যাতে বিরক্ত বা ভীত না হয় সে জন্য আমরা প্রস্তুতি রেখেছি। প্রতিটি ট্রেনে নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী থাকবে। সকাল থেকে প্রতিটি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে গিয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধ বা হরতাল যাই হোক না কেন, শিডিউল অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অবরোধের জন্য ট্রেন বন্ধ থাকার কোনো সম্ভাবনা নেই। নির্দিষ্ট দিনে সাপ্তাহিক বন্ধ থাকা ট্রেনগুলো শুধু বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিএনপির অবরোধকে সামনে রেখে ট্রেনের যাত্রী ও চালক-গার্ডদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত আনসার মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ ছাড়া রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীকে বিভাগীয় পর্যায়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
স্টেশন এলাকায় পুলিশ, র্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খল বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া ইঞ্জিনের নিরাপত্তায় প্রয়োজন হলে অস্ত্রধারী পুলিশ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আজ সকাল ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে মো. শহিদুল্লাহ বলেন, রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও ডিএমপির সমন্বয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ট্রেন স্বাভাবিক নিয়মে চলছে।