শিরোনাম

অচল রেলকে সচল করার কাজ শুরু হয়েছে: রেলমন্ত্রী

অচল রেলকে সচল করার কাজ শুরু হয়েছে: রেলমন্ত্রী

অচল রেলকে সচল করার কাজ শুরু হয়েছে। আমরা কিন্ত এখন সামনের দিকে চলা শুরু করেছি। এতদিন রেল পিছনের দিকে চলতো। অর্থাৎ রেল ব্যবস্থায় যা ছিল সুযোগ সুবিধা সেগুলোই কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। যে কারণে এখন পর্যন্ত ১০০টির মত স্টেশন বন্ধ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
রেলমন্ত্রী আরো বলেন, চলতি মাসের ১৬ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা টু কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেনটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তিনি ট্রেনটির নাম কুড়িগ্রাম জেলার নামে করার জন্য আগ্রহের কথা বলেছেন।

চল্লিশ মিনিট ধরে কুড়িগ্রাম রেলস্টেশনে অবস্থানকালে রেলমন্ত্রী নতুন স্টেশন ভবন ও এর চারপাশের অব্যবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেন।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মো: হারুন অর রশীদ, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রমুখ।

সুত্র:যমুনাটিভি, 8TH OCTOBER, 2019


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.