।। রেল নিউজ ।।
আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি এমআরটি লাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (২৩ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এমআরটি লাইন-১ (মেট্রো রেল)-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট যানবাহন। পৃথিবী এগিয়ে চলেছে, আমরা পিছিয়ে থাকতে পারি না।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্নের প্রজেক্ট এমআরটি লাইন-৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। প্রথম অংশ এ সময় উদ্বোধন করা হবে। ২০৩০ সালের মধ্যে আমরা ছয়টি এমআরটি লাইন তৈরি করব। ’
এ সময় জাপানকে ধন্যবাদ জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জাপানের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগব্যবস্থা এগিয়ে চলেছে।