।। রেল নিউজ ।।
ফেনীতে দ্বিগুণ বেড়ে গেছে ট্রেন যাত্রীর সংখ্যা। যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের সাথে বাস ভাড়া বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে ট্রেনে যাত্রা করছেন তারা। কিন্তু টিকেটেরে জন্য অনেক ছুটাছুটি করতে হচ্ছে তাদের। এতে নির্ধারিত আসনে টিকেট না পেলেও দাঁড়িয়ে যেতে হচ্ছে অনেককে।
রেল কর্তৃপক্ষ জানায়, বগিতে আসন বাড়ানোর চেষ্টা চলছে।
জ্বালানি তেলের দাম বাড়ায় গণ পরিবহনের ভাড়া বেড়ে গেছে। এতে কম ভাড়ায় নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেনকে বেছে নিচ্ছেন যাত্রীরা। কিন্তু চাহিদার তুলনায় টিকিট কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের দাবী, স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেনগুলো। এরই মধ্যে ভোগান্তির বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে ।
দুর্ভোগ কমাতে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে রেলে পর্যাপ্ত আসন সংখ্যা বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা যাত্রীদের।
সূত্রঃ এসএটিভি