।। নিউজ ডেস্ক ।।
চট্টগ্রাম-ময়মনসিংহ রূটে বিজয় এক্সপ্রেস (৭৮৫ আপ) এর সময় পরিবর্তন করা হয়েছে। বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭ঃ২০ মিনিটের পরিবর্তে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেবে সকাল ০৯ঃ০০ মিনিটে এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ১৭ঃ৩৫ মিনিটে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, ৭৮৫/৭৮৬ বিজয় এক্সপ্রেসের সাপ্তাহিক অফ-ডে মঙ্গলবার করা হয়েছে। চাইনিজ রেক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার লক্ষ্যে ৭৮৫/৭৮৬ বিজয় এক্সপ্রেসের বেইজ ময়মনসিংহের পরিবর্তে চট্টগ্রাম করা হয়েছে।
এছাড়াও রেলওয়ে সূত্রে জানা যায়, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯ আপ) সকাল ০৯ঃ০ মিনিটের পরিবর্তে চট্রগ্রাম থেকে ছাড়বে ০৭ঃ২০ মিনিটে এবং সিলেটে পৌঁছাবে ১৬ঃ৩০ মিনিটে। উদয়ন এক্সপ্রেস (৭৪২ ডাউন) ২১ঃ৪০ এর পরিবর্তে সিলেট থেকে ছাড়বে ২০ঃ৩০ মিনিটে এবং চট্টগ্রামে পৌঁছাবে ভোর ০৫ঃ০০ মিনিটে।