শিরোনাম

নলডাঙ্গায় ট্রেনে কাটা পরে নারীর মৃত্যু


।। রেল নিউজ ।।
বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৩টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনাটি ঘটে।

মাধনগর রেলওয়ের স্টেশন মাস্টার উজ্জ্বল আলী জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর।

তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর-বীরকুৎসা রেল স্টেশনের মাঝে ছোট ব্রীজ এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পরে স্থানীয়দের কাছে দুর্ঘটনার সংবাদ পেয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মানুষিক ভারসাম্যহীন ওই নারীকে স্টেশন এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।


Comments are closed.