শিরোনাম

নওগাঁয় রাণীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


।। নিউজ ডেস্ক ।।
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে রেহানা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা আক্তার ঢাকার সাভার উপজেলার টেঙ্গুরী এলাকার আমির হোসেনের মেয়ে।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকা ঘোরাফেরা করছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। রেহেনা রেল লাইন থেকে স্টেশনের ২ নম্বর প্লাটফরমে উঠতে লেগে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতে চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রেহেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সূত্রঃ বাংলানিউজ২৪


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.