শিরোনাম

চৌদ্দগ্রামে ট্রেনে পাথর নিক্ষেপ, রেলকর্মী আহত

গুনবতী রেলস্টেশন

।। রেল নিউজ ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে মনোয়ার হোসেন নামের একজন রেল কর্মী আহত হয়েছেন।

গতকাল (বুধবার, ১২ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনাটি ঘটে।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, বুধবার রাতে ৮টার পর ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি গুনবতী রেলস্টেশনে প্রবেশের সময় কৈতরা রেল গেট এলাকায় আসলে কিছু দুর্বৃত্ত পাথর নিক্ষেপ করে। এসময় একটি পাথর ট্রেনে থাকা কর্তব্যরত গার্ডের মাথায় লেগে মাথা ফেটে যায়। পরে ট্রেন গুনবতী রেলস্টেশনে থামলে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে অতিশীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।


Comments are closed.