শিরোনাম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ফাটল বৃদ্ধের মাথা


।। নিউজ ডেস্ক ।।
সিলেটে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাথরের আঘাতে আহত হন এক যাত্রী। তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে ভেতরে ওই যাত্রীর মাথায় আঘাত করে। তবে তাৎক্ষণিক আহত যাত্রীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময় একটি পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে জানালার পাশে বসা এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন।

এ ঘটনায় শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সূত্রঃ যুগান্তর


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।