শিরোনাম

কালিহাতীতে সিল্কসিটি এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


।। রেল নিউজ ।।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি লাল মিয়া ফকির(৭০) কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনি সবসময় লাল কাপড় পরে থাকতেন। দুপুরে উপজেলা চর ভাবলা এলাকায় ভিক্ষা করতেন। দুপুরে রেল লাইন ধরে হাঁটছিলেন। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ১২ টার দিকে চর ভাবলা এলাকায় ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ উদ্ধার করে তার আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে গেছন।


Comments are closed.