শিরোনাম

রেললাইনে মগ্ন ফোনে, অতঃপর…

রেললাইনে মগ্ন ফোনে, অতঃপর…

।। নিউজ ডেস্ক।।
রেল লাইনের উপর দিয়ে  হেঁটে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন এক যুবক। ফলে ট্রেনের শব্দ শুনতে পাননি তিনি। এই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। নিহতের নাম এমরান হোসেন (২৭)।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের এতিমখানা রোডের আউটার সিগন্যালের সামনে মোবাইলে কথা বলতে বলতে এক যুবক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় পেছন দিক থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়েন তিনি। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেলওয়ে থানা পুলিশের এসআই আবদুল আলিম বলেন, ট্রেনে কাটা পড়া নিহত যুবকের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেন পুর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। চাকরির সুবাদে তিনি লাকসামে বসবাস করতেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় যোগাযোগ করে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.