নিউজ ডেস্ক:ফেনী সদর উপজেলায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন।
রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ফতেহপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অন্যদিকে ‘ঢাকা মেইল’ নামের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।
তিনি জানান, ফতেহপুর রেলক্রসিং একসঙ্গে পার হওয়ার সময় বাস ও ট্রেনের সংঘর্ষ হয়। এতে বাসের তিন যাত্রী নিহত এবং ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই সাইফুল আরও জানান, রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার রয়েছে। তা সত্ত্বেও বাসটি নিচে রেলক্রসিংয়ের ওপর দিয়ে কেন যাচ্ছিল তা পরিষ্কার নয়। ঘটনার পর বাসের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি।
সূত্র:সমকাল, ১১ অক্টোবর ২০২০