শিরোনাম

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু


।। নিউজ ডেস্ক ।।
রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার দিলু রোড ও এফডিসির মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ইউসুফ আলী খান (৫৯) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। তিনি মুগদায় পরিবারের সাথে থাকতেন এবং পুলিশের কনস্টেবল হিসেবে এলপিআরে ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মগবাজার দিলু রোড ও এফডিসির মাঝামাঝি স্থানে রেললাইনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন ইউসুফ আলী। সে সময়ে তিনি রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন।

নিহতের ছেলে মো: সাজ্জাদ হোসেন জানান, তার ছোট চাচার উত্তরা বাসায় যাওয়ার কথা বলে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তিনি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন। সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই। লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।

সূত্রঃ নয়াদিগন্ত


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.