শিরোনাম

মাসুদের জামায় রক্ষা পেল শত প্রাণ

মাসুদের জামায় রক্ষা পেল শত প্রাণ

নিউজ ডেস্ক:

নিজের গায়ের জামা খুলে বড় ধরনের এক দুর্ঘটনা থেকে ধুমকেতু এক্সপ্রেসকে বাঁচিয়েছেন খন্দকার মাসুদ নামের এক ব্যক্তি। তার তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে বহু প্রাণ।রোববার সকাল ৯টা ২০ মিনিট। বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকার ৬ নম্বর ব্রিজের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উঠে পড়ে। ঠিক ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।বড় ধরনের বিপদ আঁচ করে  বঙ্গবন্ধু সেতুতে কর্মরত পেট্রোলম্যান মাসুদ নানাভাবে দ্রুত গতিতে আসা ট্রেনটিকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এক পর্যায়ে ট্রেনটি ট্রাকের আরো কাছাকাছি চলে আসে। শেষ পর্যন্ত নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিহিত জামা খুলে তা উড়িয়ে ট্রেন চালকের দৃষ্টি আর্কষণ করেন মাসুদ। তা দেখে চালক ট্রেনটি থামাতে সক্ষম হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন

স্থানীয়রাও বিষয়টি দেখে মাসুদকে বাহবা দেন।খন্দকার মাসুদ  বলেন, আধাঘণ্টা পর দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে পুনরায় ট্রেনটি উত্তরবঙ্গের দিকে যাত্রা করে।

 


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.