শিরোনাম

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু


।। রেল নিউজ ।।
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মো. আনিসুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনিসুর রহমান পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামের ফয়জুল সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত যুবক স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় রেল লাইনের ওপরে বসে ছিলেন। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।


Comments are closed.