শিরোনাম

ট্রেন ও ট্রাক সংঘর্ষে এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন


।। নিউজ ডেস্ক ।।
টঙ্গীতে উপবন এক্সপ্রেস ট্রেনর সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যাত্রীর কব্জি বিচ্ছিন্ন হয়েছে। রোববার (৫ নভেম্বর) অনুমানিক রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নামের নাম মাজেদ খান (৩৫)। তিনি সিলেট জেলার ইসহাক খানের ছেলে।

ঘটনার পর ট্রেন থামিয়ে মাজেদকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত হানে। এ সময় ওই ট্রেনের জানালা দিয়ে বাইরে থাকা মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান মুঠোফোন বলেন, ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন পেরিয়ে যায়। ওই এলাকায় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনের ওপর ওঠে পড়লে সেটি ট্রেনের ধাক্কা খায়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্রঃ আর টিভি নিউজ


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।