।। নিউজ ডেস্ক ।।
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় মো. হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পূর্ব পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্রধর। নিহত ওই যুবক হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাঠবউলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বন্ধু মিলে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলেন। সেখান থেকে রেললাইনে হেঁটে হেঁটে বিমানবন্দরের দিকে আসছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টা-১০টার দিকে একটি ট্রেনের ধাক্কায় হেলাল মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হন। তিনি ঘটনাস্থলেই মারা যান।’
Related posts:
ময়মনসিংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ ৩ জন নিহত
ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল, আহত ১
এত মৃত্যু রেললাইনে!
উত্তরায় রেল বস্তিতে অগ্নিকাণ্ড
নওগাঁয় রাণীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহটি
মৈত্রী এক্সপ্রেস লাইনচ্যুত, সচল রয়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ