শিরোনাম

আখেরি মোনাজাত শেষে ট্রেনের রেলিং ভেঙে আহত ১০

টঙ্গীর রেলওয়ে স্টেশনে ট্রেনের রেলিং ভেঙে আহত ১০

এ.এস জুয়েল:
টঙ্গীর রেলওয়ে স্টেশনে আখেরি মোনাজাত শেষে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে রেলিং ভেঙে ১০ জন আহত হয়েছেন ।আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মোনাজাতের পর ঢাকাগামী ইজতেমা স্পেশাল ট্রেনের বগিতে জায়গা না পেয়ে মুসল্লিরা ট্রেনের বগিতে উঠার চেষ্টা করেন। এসময় হুড়োহুড়ি করে উঠতে গিয়ে ইঞ্জিনের রেলিংটি ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।

তবে টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন,আখেরি মোনাজাত শেষে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে রেলিং ভেঙে ১০ জন আহত হয়েছেন ।
ইজতেমার মোনাজাত উপলক্ষে ১৯টি স্পেশাল ট্রেন চলাচল করছে আজকে। এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.