।। নিউজ ডেস্ক ।।
হিলি রেলস্টেশনে ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রেনের চাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ট্রেনটির চাকা মেরামতের কাজ চলছে। তবে এ পথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার সকাল পৌনে ১০টায় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে দাঁড়ালে ট্রেনটির চাকায় আগুন ধরে যায়।
মালবাহী ট্রেনের স্টাফ নুরুল ইসলাম জানান, ট্রেনটির ব্রাশ বিয়ারিংয়ের ভেতরে ঝুট ও তেল আছে। গাড়ি চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুন লেগে যায়। আমরা সঙ্গে সঙ্গে সেটি দেখতে পেয়ে নিভিয়ে ফেলেছি। এখন মেরামতের কাজ চলছে। খুব দ্রুতই মেরামতের কাজ শেষে ট্রেনটি চলে যাবে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার জানান, সকালে মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় ওই ট্রেনের একটি চাকা গরম হয়ে গিয়ে (হটএক্সেল) তাতে আগুন লাগে। স্টাফরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে মেরামতের কাজ করছে। এতে ওই পথ দিয়ে ট্রেন চলাচলের কোনো সমস্যা হয়নি।
সূত্রঃ যুগান্তর