শিরোনাম

রাজশাহী স্টেশনে ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিনে আগুন

রাজশাহী স্টেশনে ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিনে আগুন

রাজশাহী স্টেশন থেকে আজ বুধবার সকালে রাজবাড়ীর উদ্দেশে মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার সময় এর পাওয়ার কারটি লাইনচ্যুত হয়। অপর একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে পাওয়ার কার পরিবর্তন করার সময় ইঞ্জিনে আগুনের শিখা দেখা যায়। দ্রুত আগুন নেভানো হয়। পরে ৫৫ মিনিট দেরিতে ট্রেনটি ছেড়ে যায়।

রাজশাহীর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, প্রতিদিন সকাল সাতটায় মধুমতি এক্সপ্রেস রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। আজ ট্রেনটি পাশের লাইন থেকে মূল লাইনে আনার সময় এর পাওয়ার কার লাইনচ্যুত হয়। আজ তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সাপ্তাহিক ছুটি ছিল। তারা তিতুমীরের পাওয়ার কার মধুমতিতে লাগানোর জন্য তিতুমীরের ইঞ্জিনটি চালু করলে ইঞ্জিনের ভেতর থেকে আগুনের শিখা বের হয়। সঙ্গে সঙ্গে আগুন দিয়ে নেভানো হয়। এতে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। ওই ইঞ্জিন দিয়েই পরে পাওয়ার কার বদল করে ৫৫ মিনিট দেরিতে মধুমতি ট্রেন যাত্রা শুরু করে।

সুত্র:প্রথম আলো,১৫ মে ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.