শিরোনাম

ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু


।। নিউজ ডেস্ক ।।
কমলাপুরে রেলওয়ে স্টেশনে ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে কাটা পড়ে আলাল উদ্দিন (৪৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার (০৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পয়েন্টম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার এসআই রিয়াজ মাহমুদ যুগান্তরকে বলেন, বগি সংযুক্ত করতে গিয়ে আলাল উদ্দিন দুই বগির মাঝে পড়ে কাটা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার জানায় তিনি মারা গেছেন।

রেলওয়ের কর্মচারী আমিনুল ইসলাম জানান, রেলের বগি সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনে আলালের একটি পা কাটা পড়ে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

সূত্রঃ যুগান্তর


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.