শিরোনাম

গাবতলীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গাবতলী রেলস্টেশন, বগুড়া

।। রেল নিউজ ।।
বগুড়ার গাবতলী উপজেলায় ট্রেনের ধাক্কায় ইভা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার, ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার গাবতলী রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিশু ইভা গাবতলী উপজেলার সরকারি কলেজ গেট এলাকার পবিত্র প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইভা নিজ বাড়ি থেকে তার মায়ের সঙ্গে ঘুরতে বের হয়। নিজ এলাকা গাবতলী রেল স্টেশনে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।


Comments are closed.