।। নিউজ ডেস্ক ।।
নীলসাগর এক্সপ্রেস হল বাংলাদেশ রেলওয়ের পরিষেবার একটি আন্তঃনগর ট্রেন যা রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। এটি প্রথমে নীলফামারী থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে চলাচল করত, পরে চিলাহাটি ও কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ২০০৭ সালে ১ ডিসেম্বর ঢাকা থেকে নীলফামারী রুটে চালু করেন তৎকালীন তত্বাবধায়ক সরকার। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে ২০১০ সালে সৈয়দপুর থেকে চিলাহাটি রেল পরিকাঠামো উন্নয়নের জন্য একটি প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় ২২৬ কোটি টাকা ব্যয়ে চিলাহাটিতে একটি ওয়াশপিটসহ সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের উন্নয়ন করা হয়। এরপর ২০১৫ সালের ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ট্রেনটি চিলাহাটি থেকে চলাচল শুরু করে
নীলসাগর এক্সপ্রেস এর সময়সূচী
নিলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার সময় ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশনে থেকে যাত্রা শুরু করে সকাল ০৬:৪০ এবং চিলাহাটি স্টেশনে পৌঁছায় দুপুর ৩ঃ০৫ মিনিটে। অপরদিকে ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত ০৮ঃ০০ এবং ঢাকা পৌঁছায় ভোর পাঁচটা ০৫:৩০ মিনিটে। ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার সময় এটি সোমবার বন্ধ থাকে অপরদিকে চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার সময় এটি রবিবার বন্ধ থাকে ।
স্টেশন | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু চিলাহাটি | সোমবার | ০৬ঃ৪০ | ১৫ঃ০৫ |
চিলাহাটি টু ঢাকা | রবিবার | ২০ঃ০০ | ০৫ঃ৩০ |
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
ট্রেনটিতে বিভিন্ন রকমের আসন রয়েছে এবং আসন ভেদে ভাড়াও নির্ধারন করেছে বাংলাদেশ রেলওয়ে। শোভন আসনের ভাড়া ৩৬০ টাকা, শোভন চেয়ার আসনের ভাড়া ৪৩৫ টাকা, প্রথম সিট এর ভাড়া ৫৭৫ টাকা, প্রথম বার্থ এর ভাড়া ৮৬৫ টাকা, স্নিগ্ধা আসনের ভাড়া ৭২০ টাকা এবং এসি বার্থ এর ভাঁড়া ১২৯৫ টাকা। আপনার সুবিধা মত লালমনি স্টেশন থেকে অথবা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
শোভন | ৩৬০ টাকা |
শোভন চেয়ার | ৪৩৫ টাকা |
প্রথম সিট | ৫৭৫ টাকা |
প্রথম বার্থ | ৮৬৫ টাকা |
স্নিগ্ধা | ৭২০ টাকা |
এসি বার্থ | ১২৯৫ টাকা |
নীলসাগর এক্সপ্রেস ট্রেন যে সকল স্টেশনে নিবে যাত্রা বিরতি
ট্রেনটি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার সময় এবং নীলফামারী থেকে ঢাকা আসার সময় স্টেশনগুলোর নাম দেওয়া হবে।
বিমান বন্দর | ০৭ঃ০৭ | ০৪ঃ৫৩ |
জয়দেবপুর | ০৭ঃ৩৩ | ০৪ঃ২৭ |
বঙ্গবন্ধু সেতু | ০৯ঃ০০ | ০৩ঃ১০ |
মুলাডুলি | ১০ঃ৩৯ | ০১ঃ৪৫ |
নাটোর | ১১ঃ১৬ | ০০ঃ৩৩ |
আহসানগঞ্জ | ১১ঃ৪০ | ২৩ঃ৪৫ |
সান্তাহার | ১২ঃ১৫ | ২৩ঃ৩০ |
আক্কেলপুর | ১২ঃ৪০ | ২৩ঃ০১ |
জয়পুরহাট | ১৩ঃ০৪ | ২২ঃ৪৫ |
বিরামপুর | ১৩ঃ৩৬ | ২২ঃ১৪ |
ফুলবাড়ি | ১৫ঃ৫০ | ২২ঃ০০ |
পার্বতীপুর | ১৪ঃ১৫ | ২১ঃ৪০ |
সৈয়দপুর | ১৪ঃ৪২ | ২১ঃ০৩ |
নীলফামারী | ১৫ঃ০৫ | ২০ঃ৩৯ |
ডোমার | ১৫ঃ২৪ | ২০ঃ২১ |